হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির পঞ্চম সমাবর্তন

গাউনে ছেয়ে যাওয়া ক্যাম্পাসে উচ্ছ্বাস

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে ছবি তুলছেন সাবেক শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তন ঘিরে লাখো মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

সমাবর্তনে অংশ নিচ্ছেন ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯টি অনুষদের ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থী। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়ে বইছে উৎসবের আমেজ। প্রতিটি হল, অনুষদ ও প্রশাসনিক ভবন সেজেছে নতুন রূপে। সর্বত্র লেগেছে সংস্কারের ছোঁয়া। পুরো ক্যাম্পাসে সাজসাজ রব।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা ইতিমধ্যে গাউন-টুপি পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরছেন। পরিবার, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। পুরো ক্যাম্পাস কালো গাউন আর টুপিতে ছেয়ে গেছে।

সমাবর্তনের জন্য পরিবার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক এক শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

সিলেট থেকে আসা মাহবুব বলেন, ‘এটা অন্যরকম অনুভূতি। পরিবারের সঙ্গে নিজ ক্যাম্পাসে এসে গাউন-টুপি পরে সনদ পাওয়াটা সত্যিই স্বপ্নের মতো। পুরো বিশ্ববিদ্যালয় আজ এক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রশাসনের কাছে দাবি জানাব, তারা যেন এ ধারা অব্যাহত রাখে।’

দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শুরু হবে মূল অনুষ্ঠান। দীর্ঘ ১৮ বছর পর নিজ ক্যাম্পাসে আসছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ নোবেল পুরস্কার পাওয়ার পর ২০০৭ সালে সপরিবারে নিজের ক্যাম্পাসে এসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, এসএসএফ, ডিজিএফআই, এনএসএআই, পিজিআর, ডিবিসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সজাগ।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠা হয়। এরপর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন, ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু