হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে ২৫ বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা, ১টি জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকায় মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, ভিন্ন রোডে বাস চলাচলসহ চার অভিযোগে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বাসকে জব্দ করা হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীকালে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে উত্তরা আর্মি ক্যাম্প ও ডিএমপির উত্তর বিভাগের ট্রাফিক পুলিশ সহযোগিতা করে।

আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

সেনাবাহিনী জানায়, খিলক্ষেত এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প এবং বিআরটিএ মোবাইল কোর্টের সঙ্গে চেকপোস্ট স্থাপন করে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা ও একটি বাস জব্দ করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুসরণীয় রুট অনুসরণ না করার অভিযোগে এসব মামলা দেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১