হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি মিন্টুর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যার ঘটনায় করা অপহরণ মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ এই আদেশ দেন।

আজ বুধবার মিন্টুর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার (২ জুন) হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় মুক্তি মিলছে না।

এর আগে অপহরণের অভিযোগ এনে গত বছরের ২২ মে আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। মামলার পর গত বছরের ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চিকিৎসার কথা বলে গত বছরের ১২ মে ভারতে যান আনার। সেখানে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বলে খবর প্রচার হয়। ওই ঘটনায় ভারতেও একটি হত্যা মামলা হয়েছে।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

নাটোর-২ আসনে দুলুর প্রতিদ্বন্দ্বী তাঁর স্ত্রী

শেরপুরের ৩ আসন: স্বতন্ত্রের চাপে বিএনপি

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

হাওরে অতিথি পাখি নিধন থামছেই না

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২