কক্সবাজারের রামু উপজেলায় কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে সালাউদ্দিন পারভেজ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া-ফুলনিরচর সড়কের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
নিহত পারভেজ উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আবদুর রহিমের ছেলে। আহতরা হলেন একই এলাকার গরু ব্যবসায়ী আহমদ হোসেন (৪৫) ও মো. একরাম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামুর গর্জনিয়া হাট থেকে দুটি গরু কিনে সাত-আটজন মিলে বাড়ি ফিরছিলেন। রাত ১টার দিকে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে গরু দুটি ছিনিয়ে নেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে গরুগুলো উদ্ধার করতে গেলে ছিনতাইকারীরা হামলা চালায়।
এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালাউদ্দিন পারভেজ, আহমদ হোসেন ও একরাম। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, গরু ছিনতাইয়ের জেরে এ ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় জাহেদ গ্রুপের দুজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।