হোম > সারা দেশ > কক্সবাজার

গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামু উপজেলায় কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে সালাউদ্দিন পারভেজ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া-ফুলনিরচর সড়কের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।

নিহত পারভেজ উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আবদুর রহিমের ছেলে। আহতরা হলেন একই এলাকার গরু ব্যবসায়ী আহমদ হোসেন (৪৫) ও মো. একরাম (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামুর গর্জনিয়া হাট থেকে দুটি গরু কিনে সাত-আটজন মিলে বাড়ি ফিরছিলেন। রাত ১টার দিকে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে গরু দুটি ছিনিয়ে নেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে গরুগুলো উদ্ধার করতে গেলে ছিনতাইকারীরা হামলা চালায়।

এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালাউদ্দিন পারভেজ, আহমদ হোসেন ও একরাম। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, গরু ছিনতাইয়ের জেরে এ ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় জাহেদ গ্রুপের দুজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১