হোম > সারা দেশ > বাগেরহাট

প্রতিকূল আবহাওয়ায় অন্তঃসত্ত্বা নারীর পাশে কোস্ট গার্ড, পৃথিবীর আলো দেখল নবজাতক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

অন্তঃসত্ত্বা শরীফা বেগম নিয়ে যাচ্ছেন কোস্ট গার্ড। ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খুলনার দাকোপে এক প্রসবব্যথায় কাতর অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ওই নারী এক পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দাকোপ থানার কালাবগি গ্রামের বাসিন্দা অন্তঃসত্ত্বা শরীফা বেগম (২৮) প্রসবব্যথায় অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর প্রয়োজন দেখা দিলে পরিবারের সদস্যরা নলিয়ান কোস্ট গার্ড স্টেশনের সঙ্গে যোগাযোগ করেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্টেশন কমান্ডারের নির্দেশে দ্রুত একটি বোট প্রস্তুত করে কোস্ট গার্ড সদস্যরা কালাবগি এলাকা থেকে শরীফা বেগমকে চালনা ঘাটে পৌঁছে দেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কোস্ট গার্ডের দক্ষতা ও দ্রুত পদক্ষেপে সময়মতো তাঁকে হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হয়।

পরে রাতেই শরীফা বেগম একটি পুত্রসন্তানের জন্ম দেন। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানিয়েছেন, মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তামূলক নানা কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। বৃহস্পতিবারের ঘটনাও মানবসেবার একটি উজ্জ্বল উদাহরণ। কোস্ট গার্ড সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১