হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি 

লাশ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৮) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। আজ বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকায় লাশটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক শ্রমিক ভুট্টাখেতের আইলে মাথাবিহীন নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের জানান। খবর পেয়ে সদর থানা-পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। আশপাশের ভুট্টা, তামাকখেতসহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই নারীর পরনে ছিল সবুজ রঙের সালোয়ার, কালো রঙের বোরকা ও স্কার্ফ। পাশে পড়ে রয়েছে জুতা। এ ছাড়া পুরুষের এক জোড়া স্যান্ডেল ও মানকি টুপি পড়ে রয়েছে লাশের পাশে।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা কষ্টকর হচ্ছে। ধারণা করা হচ্ছে, বুধবার ভোরে তাঁকে গলা কেটে হত্যা করে মাথা নিয়ে পালিয়েছে ঘাতক। মাথা খুঁজতে ও লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল তিনজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

গলায় রশি পেঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার