হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ঢাবির বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাসড়ক অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুর করে শিক্ষার্থীরা। ফাইল ছবি

‎রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা হয়েছে। এরমধ্যে এ ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহীন মিয়া।

‎শাহীন মিয়া বলেন, গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এরইমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‎তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

গতকাল উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাস ওই এলাকায় গেলে বাসের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হন। তাঁরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেয় পুলিশ। ‎

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে