হোম > সারা দেশ > ঢাকা

বাকিতে সিগারেট নিয়ে বিরোধ, আহত তরুণের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মাহিম সরকার। ছবি: সংগৃহীত

বাকিতে সিগারেট নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নাঈম সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত তরুণের নাম মাহিম সরকার (২০)। তিনি সদর উপজেলার বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নিজের মুদিদোকানে ঘুমিয়ে ছিলেন মাহিম। রাত ৩টার দিকে নাঈম সরকার দোকান থেকে দুটি সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে মাহিম বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরদিন (বুধবার) দুপুরে মোবাইল ফোনে মাহিমকে গালাগাল করেন নাঈম এবং তাঁর বাবাসহ বাড়িতে আসতে বলেন।

পরে মাহিম তাঁর বাবাকে নিয়ে নাঈমের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই নাঈম ধারালো ছুরি দিয়ে মাহিমের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন মাহিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ও মাহিমের খালাতো ভাই রাকিব হোসেন রকি বলেন, ‘সিগারেটের মতো তুচ্ছ বিষয়ের জেরে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘ঘটনার পরদিনই অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে হত্যাচেষ্টার মামলা হয়েছিল, মাহিমের মৃত্যুর পর সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার