হোম > সারা দেশ > ময়মনসিংহ

২৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

জাককানইবি প্রতিনিধি 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৬ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কে. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে প্রশাসনিক কার্যক্রম পুরো সময় বন্ধ থাকছে না বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ, ছুটি শেষে ২০ জুন থেকে অফিশিয়াল কার্যক্রম পুনরায় চালু হবে।

এমতাবস্থায় বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। জরুরি সার্ভিসের আওতায় থাকা কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন ক্যাম্পাসে। এ ছাড়া, বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রারের (সিকিউরিটি) অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া ছুটি চলাকালে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি পূর্বনির্ধারিত। প্রতি বছরই ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জুন মাসে একটি দীর্ঘ অবকাশ ঘোষণা করা হয়ে থাকে।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ