হোম > সারা দেশ > রংপুর

রংপুরে অবৈধ ক্লিনিকে অভিযান, কার্যক্রম বন্ধ

রংপুর প্রতিনিধি

অভিযান। ছবি: সংগৃহীত

রংপুর নগরীতে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। এগুলোয় সেবা নিতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। নগরীর ধাপ এলাকায় স্বপ্ন জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এর জেরে আজ সোমবার দুপুরে যৌথ বাহিনী কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা এবং কার্যক্রম বন্ধ করে দেয়।

সেনাবাহিনীর ৩০ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, ‘গত শুক্রবার স্বপ্ন ক্লিনিকে একটি নবজাতক অসুস্থ হয়। পরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। সে তথ্য আমাদের ইনফর্ম করা হয়। আমরা ক্লিনিকটা এসে দেখে যাই। পরবর্তী সময়ে পরিকল্পনা করে আজকে আশপাশে যত ক্লিনিক আছে, সবটিতে সমন্বিতভাবে অভিযান চালাই।’

যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও সিভিল সার্জন। স্বপ্ন জেনারেল হাসপাতালসহ আশপাশের আরও দুটি বেসরকারি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মোট চারটি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বৈধ কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকায় ক্লিনিকগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম জানান, অভিযানে রংপুর নগরীর ধাপ এলাকায় নিউ রংপুর ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল, উত্তরা জেনারেল হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকা ও নোংরা পরিবেশের কারণে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, লোকবল ও গাড়ির সংকট থাকায় নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না।

উল্লেখ্য, হারাগাছের মোকলেছুর রহমানের স্ত্রী এনজেনা বেগমের প্রসববেদনা উঠলে নগরীর ধাপ এলাকার স্বপ্ন জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বৃহস্পতিবার সিজারে মাধ্যমে সন্তান জন্ম দেন। পরদিন শুক্রবার রাত সাড়ে ১১টায় বাচ্চাটি মারা যায়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী