হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলী নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

খায়রুল বাসার। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় খায়রুল বাসার (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি একটি সিমেন্ট কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর তিনআনী বাড়িসংলগ্ন কচুয়া-কালিয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আকিয়ারা গ্রামের গাজী বাড়ির আমির হোসেনের ছেলে। স্টার সিমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্ধুসহ মোটরসাইকেলে করে রহিমানগর বাজার থেকে হাঁস কিনে বাড়ি ফিরছিলেন খায়রুল বাসার। পথে তিনআনী বাড়িসংলগ্ন রাস্তায় মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। তখন রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

এতে তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ হয়। পরে ধাক্কা দেওয়া মোটরসাইকেলের চালকসহ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে মোটরসাইকেলচালক হাসপাতালে মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

নিহত খায়রুল বাসারের বাবা আমির হোসেন বলেন, ‘রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় খায়রুলের মৃত্যু হয়। আমার ছেলের ছোট দুটি কন্যাসন্তান রয়েছে। আমি এর বিচার চাই।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী