হোম > সারা দেশ > ঢাকা

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। ফাইল ছবি

মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক। তাঁর অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তাঁর পরিবার।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে মাথায় আঘাতজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াকের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করানো হয় তাঁকে।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক সংবাদমাধ্যমকে বলেন, ‘উনি সুস্থই ছিলেন। দুপুর সোয়া ২টার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকাও তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে (রমনায়) যান। আনুমানিক ২টা ৪০ মিনিটে সেখানে দাঁড়িয়ে কথা বলার সময় তিনি পড়ে যান।’

বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। কিছুক্ষণ আগে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ তম উপাচার্য ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

কাপ্তাই হ্রদে কায়াক উল্টে পর্যটকের মৃত্যু

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের