হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আজ মঙ্গলবার আখাউড়ার মোরাল বিলে ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে মো. শাহজালাল নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২০ মে) বেলা ৩টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের মৌরাল বিলে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে মৌরাল বিল থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করছে। অভিযানের সময় একটি ড্রেজার দিয়ে মাটি কাটতে দেখা যায়। এতে কৃষিজমিতে গভীর গর্তের সৃষ্টি হয়। পরে ড্রেজারটির মালিক ঘোলখার গ্রামের কানু মিয়ার ছেলে মো. শাহজালালকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা খাদ্য পরিদর্শক মো. সাজেদুর রহমান এবং পুলিশ সদস্যরা। মুচলেকা দিয়ে ড্রেজারটি ফেরত দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি