হোম > সারা দেশ > ঝিনাইদহ

নোটিশের ১১ দিন পরও অপসারণ হয়নি কোটচাঁদপুরের অবৈধ স্থাপনা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

নোটিশ পাওয়ার ১১ দিন পার হলেও এখনো অপসারণ করা হয়নি কোটচাঁদপুরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা। অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জীবননগর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের কোটচাঁদপুর অংশে সওজের জমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে দোকানপাট, আমবাজার, হোটেল, স মিল, রাইস মিলসহ একাধিক স্থাপনা। এসব স্থাপনায় নেওয়া হয়েছে অগ্রিম লাখ লাখ টাকা, প্রতি মাসে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের ভাড়া।

বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ১৪ মে (বুধবার) ঘটনাস্থল পরিদর্শনে যান সওজের ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আহসান উল কবির, কার্যসহকারী মাসুদ রানা ও সার্ভেয়ার সোহেল রানা। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন কোটচাঁদপুর থানার পিএসআই হাসান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং আমবাজারের একাংশ দোকানি।

পরিদর্শন শেষে অবৈধ স্থাপনার মালিকদের সাত দিনের নোটিশ দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নিজ খরচে স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে নির্ধারিত সময় পার হলেও এখনো সরিয়ে নেওয়া হয়নি একটিও অবৈধ স্থাপনা। এতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, নোটিশ পাওয়ার পর থেকেই দখলদারেরা বলছেন, সব ম্যানেজ হয়ে গেছে, কিছু হবে না। এখন নাকি স্থাপনা রাখার জন্য তদবিরও শুরু করেছেন তারা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘আপনারা জানেন, জেলার অনেক জায়গায় আমরা উচ্ছেদ অভিযান চালাচ্ছি। কোটচাঁদপুরেও অভিযান চালানো হবে। ওরা যদি স্বেচ্ছায় সরিয়ে নেয়, ভালো। না হলে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১