হোম > সারা দেশ > ঢাকা

মা-বাবা ও বোনের পর চলে গেল মিথিলাও

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে এক পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় মিথিলা আক্তার (৭) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিথিলা। এর আগে এ ঘটনায় আহত মিথিলার বাবা তোফাজ্জল হোসেন, মা মানসুরা আক্তার ও তার ৪ বছর বয়সী বোন তানজিলা আক্তারের মৃত্যু হয়।

মিথিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, শিশুটির শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল তাকে।

আবাসিক সার্জন জানান, মিথিলার আরেক বোন তানিশা ৩০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

১৬ মে মধ্যরাতের দিকে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিনতলা বাসার নিচতলায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন মানসুরা, তাঁর স্বামী তোফাজ্জল এবং তিন মেয়ে তানিশা (১১), মিথিলা (৮) ও তানজিলা (৪)।

মিথিলার বড় বোনের স্বামী মো. রিপন জানিয়েছিলেন, ওই বাসাটির পাশে একটি ভবন নির্মাণকাজ চলছে। সেখানে খোঁড়াখুঁড়ির সময় লাইনে লিকেজ হয়ে গ্যাস বের হতে থাকে। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে সেদিন রাতেই মিথিলাদের বাসায় মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ হয়।

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১