হোম > সারা দেশ > কক্সবাজার

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধাকে আটক করে পুলিশে সোপর্দ

কক্সবাজার প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) আটক করে পুলিশে দিয়েছেন কক্সবাজারের রামুর বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার তাঁদের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় কোনো মামলা আছে কি না, খোঁজ নেওয়া হচ্ছে। অন্যথায় তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে পরিবারকে খবর দেওয়া হয়েছে।

কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, নুরুল আবছারের দীর্ঘদিন আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক, হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়ি ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে রামু থানা–পুলিশের একটি দল এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আবদুল গনি মাঝির ছেলে মোহাম্মদ হারুন বলেন, ‘আমার বাবার চাকরি সূত্রে উনার (বীর মুক্তিযোদ্ধা) সঙ্গে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। কিছু দিন আগে আমার ছোট বোনের বিয়েতে সপরিবার উনাকে দাওয়াত করা হয়। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। তাই একটু সুস্থ হওয়ার পর গতকাল বুধবার বোনকে দেখতে এসেছিলেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। আগামীকাল শুক্রবার চলে যাওয়ার কথা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়টি মোটেও সত্য নয়।’

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ