হোম > সারা দেশ > ঢাকা

চলতি বাসে গল্পের ছলে নারীর গলার চেইন চুরির চেষ্টা, গ্রেপ্তার ৬

সাভার(ঢাকা) প্রতিনিধি

চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সাভারে চলতি বাসে এক নারীর সোনার চেইন চুরির চেষ্টার সময় হাতেনাতে সংঘবদ্ধ চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। গল্পের ছলে ভুক্তভোগীর গলা থেকে সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।

আজ রোববার (২৫ মে) রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির। এর আগে দুপুরে তাঁদের সাভার মডেল থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, এর আগে গতকাল শনিবার সকালে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড থেকে সাভার পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে ওঠেন ভুক্তভোগী নারী সালমা বেগম ও তাঁর ছেলে সাখাওয়াত হোসেন। তখনই সেই বাসে চোর চক্রের সদস্যরাও ওঠেন। বাসে উঠেই সালমা বেগমের সঙ্গে গল্প করা শুরু করেন তাঁরা। পরে বাসটি সাভারের পাকিজা মোড় এলাকায় পৌঁছালে কৌশলে গলায় হাত দিয়ে আট আনা ওজনের সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা চালান তাঁরা। বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পাশে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসটিকে থামার জন্য সিগন্যাল দেন। পরে বাস থেকে চোর চক্রের ছয় নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নারীর ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), লালচান বেগম (৩০), তাহমিনা বেগম (২৫), নাছিমা আক্তার তাসলিমা (২৫), আলেক চান (২৫) ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন (৩৬)। বর্তমানে তাঁরা সবাই গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দুরা এলাকায় বসবাস করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা মূলত সংঘবদ্ধ চোর চক্র। সড়কে যেন সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য আমরা সচেষ্ট আছি।’

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১