হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে পোশাকশ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, আহত ৪০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আজ বুধবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, রবিনটেক্স নামের পোশাক কারখানাটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করেন। ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখা হয়। কিন্তু বন্ধের মধ্যে ২৮ মার্চ বিনা নোটিশে ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ ছাড়া কারখানা বন্ধের আগে শ্রমিকদের ৬৫ শতাংশ বোনাস দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় ৫০ শতাংশ। পূর্ণ বেতনের বদলে ২০ দিনের বেতন দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার কারখানা খোলার দিন শ্রমিকেরা ছাঁটাইয়ের কারণ জানতে চাইলে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। এ সময় শ্রমিকেরা ছাঁটাইয়ের প্রতিবাদ জানান এবং বেতন–বোনাস পরিশোধের দাবি জানান।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত

আজ শ্রমিকেরা এই দাবিতে আন্দোলন শুরু করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা শুরু হলে লাঠিপেটা করে পুলিশ।

দুপুর ১২টার পর শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকেরা যে দাবি জানিয়েছে, তা নিয়ে আজকেই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।’

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘আমরা বর্তমানে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছি। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।’

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার