হোম > সারা দেশ > পাবনা

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে তৈরি ভেজাল দুধ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।

পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে ভেজাল দুধ তৈরি ও সরবরাহের অপরাধে ৭ আগস্ট দুজনকে আটকের পর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানাউল মোর্শেদ।

পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসাইন আজ শনিবার আজকের পত্রিকা'কে বলেন, ‘ভেজাল দুধ তৈরির বিষয়ে যথেষ্ট সজাগ আছি।’

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৭ আগস্ট বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন। ভেজাল দুধ তৈরির সময় হাতেনাতে আটক করা হয় তারেক হোসেন ও তাঁর স্ত্রী মুন্নী খাতুনকে। দীর্ঘদিন ধরে তাঁরা ভেজাল দুধ তৈরি করে বাঘাবাড়ী মিল্ক ভিটায় দুধ সরবরাহ করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে তারেক হোসেনকে ১ বছর ও তাঁর স্ত্রী মুন্নী খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনকে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আটক দম্পতিকে ভেজাল দুধ তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সাজা দেওয়া হয়।

এ ঘটনার সময় তারেক হোসেন বলেন, ‘আমরা মিল্ক ভিটায় আমাদের তৈরি দুধ সরবরাহ করতাম।’

এ ব্যাপার ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানাউল মোর্শেদ জানান, এই দম্পতি বেশ কিছুদিন ধরে ডিটারজেন্ট, তেল ও সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আছে। আমাদের অনুসন্ধান চলছে। পুরোপুরি তথ্য সংগ্রহ করে হাতেনাতে ধরব। তাঁদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় নাই।’

ছানাউল আরও বলেন, ভেজাল দুধ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটায় সরবরাহের কথা স্বীকার করেছেন তারেক।

বেনাপোল বন্দর: এক বছরে যাত্রীসংখ্যা কমেছে সাড়ে ১৩ লাখ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম: সড়কবিহীন ৬৭ লাখের সেতু

মেহেরপুরের গাংনী: ধান-গম ছেড়ে তামাক চাষ

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

চট্টগ্রাম-৪ আসন: প্রার্থী ৯ জন, লড়াই দুজনের

পিরোজপুরের তিনটি আসন: বিএনপির শক্ত প্রতিপক্ষ জামায়াত

চট্টগ্রাম বন্দর: সতর্কবার্তার পরও শ্রমিকের কর্মবিরতি

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ২৩৪ জনকে আসামি করে মামলা

বরগুনায় জামায়াতের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

দ্বিপক্ষীয় সমঝোতায় ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ১২৮ মৎস্যজীবী