হোম > সারা দেশ > মৌলভীবাজার

চা-বাগানে প্রবেশে ২০ টাকা ফি, সুফল পাবে চা-শ্রমিকেরা

মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গলে চা-শ্রমিক ও চা-শ্রমিক ইউনিয়ন নেতাদের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

দেশের বিভিন্ন অঞ্চলে চা-বাগান ঘুরে দেখার জন্য এত দিন কোনো ফি নেওয়া হতো না। তবে এবার পর্যটকদের চা-বাগানে প্রবেশের জন্য গুনতে হবে ২০ টাকা, যা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে খরচ করা হবে।

আজ শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের সভাকক্ষে চা-শ্রমিক ও চা-শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শ্রম, কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশ ফি নেওয়া হয়, কিন্তু চা-বাগান দেখার জন্য কোনো ফি নেওয়া হয় না। পর্যটকদের জন্য চা-বাগানে প্রবেশ ফি ২০ টাকা করা হবে। আর এই টাকা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নকাজে ব্যবহার করা হবে।’

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই চা বাগানগুলোতে নারীদের ওয়াশ রুমের ব্যবস্থা চালু করতে হবে। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ চা বাগানগুলোতে নারী চা শ্রমিকদের জন্য ওয়াশ রুম না থাকা এর চেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহসভাপতি পংকজ কন্দ প্রমুখ।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ