হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ব্যবসায়ীর দাড়ি ধরে টানাটানি, ভিডিও শেয়ার দিয়ে যা বললেন সারজিস

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ভিডিও থেকে নেওয়া ফুটেজ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে কথা-কাটাকাটির জেরে এক কম্পিউটার ব্যবসায়ীকে দাড়ি ধরে টেনে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক (৩৫) ঘিওরের বাসস্ট্যান্ড এলাকার ‘মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের’ স্বত্বাধিকারী। অভিযুক্ত নাসিম ভূঁইয়া পার্শ্ববর্তী ঘিওর বাজারের টিন ব্যবসায়ী।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে আলী আজম মানিককে দাড়ি ধরে টানাটানি ও কিল-ঘুষি মারছেন নাসিম ভূঁইয়া। ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে সারজিস লেখেন, ‘যত পরিচয়ই থাকুক না কেন, এই নরপশুর শাস্তি নিশ্চিত করতে হবে।’

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘিওর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মানিক।

অভিযোগে তিনি জানান, গতকাল রাত ৯টার দিকে নাসিম ভূঁইয়া একটি কাজ নিয়ে তাঁর দোকানে আসেন। তখন তিনি অন্য এক কাস্টমারের কাজ করছিলেন। এ সময় একটু অপেক্ষা করতে বললে নাসিম ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল, দাড়ি ধরে টানাটানি ও কিল-ঘুষি মারতে থাকেন।

মানিক জানান, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন এবং নাসিমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত নাসিম ভূঁইয়া বলেন, ‘আমি একটি জমির নামজারির আবেদন নিয়ে দোকানে যাই। সে প্রথমে আমাকে সন্ধ্যায় আসতে বলে। পরে গেলে নানা অজুহাতে ঘোরাতে থাকে এবং শেষে কাজ না করার কথা জানায়। আমি চলে আসছিলাম, তখন সে আমাকে গালি দিলে আমি তাকে কিল-ঘুষি মারি।’ তবে দাড়ি ধরে টানার অভিযোগ অস্বীকার করেন তিনি।

দলীয় পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বিএনপি করি, তবে কোনো পদে নেই। রাজনৈতিক প্রভাব খাটানোর প্রশ্নই আসে না।’

আলী আজম মানিক বলেন, ‘নাসিম প্রায়ই আমার দোকান থেকে কাজ করিয়ে টাকা না দিয়ে চলে যান। গতকালও তিনি কাজের জন্য চাপ দেন। আমি ব্যস্ত থাকায় সময় চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি দেন, দাড়ি ধরে টানেন ও মারধর করেন। এমনকি আমাকে হত্যার হুমকিও দেন।’

মানিক বলেন, ‘আমি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। এই ঘটনার উপযুক্ত বিচার চাই।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আলী আজম মানিক একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর পড়ুন:

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ