হোম > সারা দেশ > ঢাকা

জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার (২৩ জুন) রাত থেকেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাঁরা অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবারও তাঁদের অবস্থান করতে দেখা গেছে।

এর আগে গতকাল তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আজ সকাল ১০টার মধ্যে প্রধান উপদেষ্টা বা তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা না হলে তাঁরা যুমনা ঘেরাও করবেন।

এরই মধ্যে আজ সকালে শাহবাগ থানা-পুলিশ তাঁদের সঙ্গে মধ্যস্থতা করেন। পুলিশ তাদের জানায়, ৯ জনের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আলোচনার ব্যবস্থা করে দেওয়া হবে। আন্দোলনরত বিডিআর সদস্যরা পুলিশের প্রস্তাবে রাজি হয়ে আপাতত তাদের মার্চ ফর যমুনা পদযাত্রা স্থগিত করে জাদুঘরের সামনেই অবস্থান নিয়েছেন।

আন্দোলনরত মনিরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, ‘দুপুর ১২ টায় আমাদের প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র দপ্তরে যাওয়ার আশ্বাস দেওয়া হলেও কয়েক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তাদের নেতৃবৃন্দের তরফ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান করব।’

চাকরিচ্যুত বিডিআর সদস্যের ৯ প্রতিনিধি হলেন; সুবেদার ফখরুদ্দিন, নায়েব সুবেদার তৌহিদ, হাবিলদার মনিরুজ্জামান, দেলোয়ার, এস এ খান, ফয়জুল, রেজা মামুন, ইসহাক ও নাজমুল।

তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত; নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।

আগারগাঁওয়ে সরকারি কোয়ার্টারে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর!

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

এনসিপির জেলা ও নগর আহ্বায়ক দুই মেরুতে

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন