হোম > শিল্প-সাহিত্য > শিশুতোষ

বর্ষা

ইমতিয়াজ সুলতান ইমরান

বর্ষা
রাগ করেছে সুয্যি মামা
মুখ করেছে ভার
মামার হাসি কেড়ে নেবে
সাধ্যি আছে কার?

বর্ষা এসে মামার নাকি
দরজা করে লক
খুকুর কানে খবর দিল
সাদা ডানার বক।

খুকু বলে, বকের কাছে
বর্ষা থাকে কই?
বর্ষা হলো, মেঘের রাণী 
বৃষ্টির এক সই।

বিষ্টি আসে সঙ্গে নিয়ে
কদম ফুলের বাস
বর্ষা মানে, বাদলা ঋতু
আষাঢ় শ্রাবণ মাস।

তালপাতার পাখা

লেজ-ঝুলঝুল পাখি

রূপকথার কাগজের খেলনা

মেডিকেল ক্যামেরা

ভূত

শিয়াল

জিনের বাদশাহ

মিঠুর নেশা

ছড়া

ঝগড়া থেকে বন্ধু