শামশাম তাজিল
আজন্ম লালিত বিষাদ, তুমি নাম দিলে মেঘ। টেনে দিলে সীমানাপ্রাচীর,
আর সেই বিজ্ঞপ্তি সাঁটিয়েছো দেয়ালের ওপাশে। আমি
প্রতিদিন পড়ি, একই ভাষার নানা ব্যঞ্জনা আমাকে ভাবিয়ে
তোলে। মাঝরাতে পাড়ি দিই অভিমানের ঘর। যদিও তখন
কেউ থাকে না পাশে। তুমি আমার থেকে সমদূরত্বে দাঁড়িয়ে মেপেছ
সম্পর্কের বৈভব।
বৃষ্টির হাতে ছিল ডাক ভুল করা চিঠি, তুমি কেবল খুঁজে
বেড়িয়েছ ডাকহরকরার ঠিকানা।