হোম > শিল্প-সাহিত্য

ভেন্যু বরাদ্দ বাতিল, অনিশ্চয়তায় এবারের ফোক ফেস্ট

আজকের পত্রিকা ডেস্ক­

ফোক ফেস্ট। ছবি: সংগৃহীত

আগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফোক ফেস্ট আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এটি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, উৎসবের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে সেই বরাদ্দ বাতিল করেছে।

প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিরেক্টর আসিফুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ফোক ফেস্টের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল অনিবার্য কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সকল বরাদ্দ বাতিল করা হয়েছে।’

এর আগে সান কমিউনিকেশন লিমিটেড থেকে জানানো হয়েছিল, আগামী বছর জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।

বরাদ্দ বাতিল হওয়ায় উৎসবটি পরে করার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে আসিফুজ্জামান খান বলেন, তারা উৎসবটি করতে চান। তবে ফেব্রুয়ারির পরে রোজা ও ঈদ আছে। তারপরে হয়তো আয়োজনের চিন্তা করা যেতে পারে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

পঞ্চমবারের মতো ২০১৯ সাল পর্যন্ত টানা রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লোক সংগীতের এক অনবদ্য মিলনমেলা তৈরি হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

বিদায় নেওয়া হুমায়ূন এখনো আছেন

‘হীরক রাজার দেশে’ মঞ্চস্থ করল স্কলাস্টিকার শিক্ষার্থীরা

গবেষণায় বেরিয়ে এল আরবি সাহিত্যের ‘হারানো শতাব্দী’র গল্প

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান মারা গেছেন

ক্রাসনাহোরকাইয়ের নোবেল যেন তাঁর দীর্ঘ কোনো বাক্যের সমাপ্তি

সন্ত্রাসের দাপটেও শিল্পের শক্তি চেনায় লাসলো ক্রাসনাহোরকাইয়ের কলম

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক

কাজী নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের শতবর্ষপূর্তিতে ‘গাহি সাম্যের গান’ গ্রন্থ প্রকাশ

জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে আশিষ কিফায়েতের চলচ্চিত্র আমাদ’স ড্রিম