হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে কাদিয়ানিদের ওপর হামলা, অর্ধশত বাড়িতে অগ্নিসংযোগ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিক্ষুব্ধ জনতা আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) লোকদের বাড়িতে অগ্নিসংযোগের ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ২৫ জন আহত হয়েছে। 

আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে মুহূর্তেই আহম্মদনগরের অর্ধশত পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ আহত হয় ২০ থেকে ২৫ জন আহমদিয়া। পরে সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে ২০২৩ সালের ২ ও ৩ মার্চ আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় ৩৩টি মামলায় আসামি করা হয়েছে অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষকে। সেই ঘটনায় দুই জন নিহত হয়েছিল। মামলার আসামিরাই এই হামলা করেছেন বলে অনেকে ধারণা করছেন। 

আহমদিয়া সম্প্রদায়ের আহত সুমন আহমদ বলেন, আমরা কী দোষ করেছি! বারবার আমাদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা যাকে যখন পেয়েছে আঘাত করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অন্তত ২০ থেকে ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, আহম্মদনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। এখনো পরিস্থিতি শান্ত নয়। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার