হোম > বিনোদন > হলিউড

আয়রন ম্যানের চিবানো চুইংগামের দাম উঠেছে ৬০ লাখ টাকা

আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের চুইংগাম নিয়ে তুলকালাম। সম্প্রতি তাঁর একটি চিবানো চুইংগাম নিলামে তোলা হয়েছে। অনলাইন নিলাম প্রতিষ্ঠান ‘ইবে’তে চুইংগামটির বিপরীতে দাম হাঁকা হয়েছে। 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড ওয়াক অব ফেম অনুষ্ঠানে ‘আয়রন ম্যান’ সিনেমার পরিচালক জন ফাভরিউরের নামের ল্যান্ডমার্ক স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে ডাউনি মজা করে তাঁর মুখ থেকে চুইংগামের একটি টুকরো বের করে ল্যান্ডমার্কটির নতুন তারকাতে আটকে রেখেছিলেন। এক ভক্তের দাবি সেটি তিনি সংগ্রহ করে নিলামে তুলেছেন। এ ঘটনায় রবার্ট ডাউনি জুনিয়রের কোনো বক্তব্য পাওয়া না গেলেও নিলামের বিষয়টি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। 

অনলাইন নিলামকারী প্রতিষ্ঠান ‘ইবে’তে নিলাম শুরু হয় ৪০ হাজার ৪৮৪ ডলার থেকে। বর্তমানে দাঁড়িয়েছে ৫৫ হাজার ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ ৭৫ হাজার ৭২৭ টাকা (৩০ মার্চের বিনিময় হার অনুযায়ী)। 

নিলামকারী বর্ণনায় লিখেছেন, ‘হ্যালো! আমি সেই ইভেন্টের সময় সেই এলাকায় ছিলাম যেখানে বিখ্যাত অভিনেতা এবং প্রযোজক জন ফাভরিউকে হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হয়েছিল। ইভেন্ট চলাকালীন, রবার্ট ডাউনি জুনিয়র নিজেই তাঁর গামটি স্টারে রেখেছিলেন, পরে আমি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি এটিকে যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় বিক্রি করছি। (নিশ্চিত হতে) ডিএনএ পরীক্ষা করা যেতে পারে।’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন