হোম > খেলা > ক্রিকেট

এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস

এক ইনিংসে ২২ ছক্কা! ভাবা যায়! সেটিই করে দেখাল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ। আজ সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছক্কা-চারে রানের বন্যায় বইয়ে দিয়েছেন ক্যারিবিয়ানরা। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ওপেনার ব্রেন্ডন কিংকে হারালেও উইন্ডিজকে বিশাল সংগ্রহ এনে দেন জনসন চার্লস। তাঁর ৪৬ বলে ১১৮ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২৫৮ রান করেছে তারা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি পঞ্চম সর্বোচ্চ স্কোর। এই তালিকায় শীর্ষে আছে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে আফগানিস্তানের করা ৩ উইকেটে ২৭৮ রানের ইনিংসটি। তবে এটি টি-টোয়েন্টি উইন্ডিজের সর্বোচ্চ স্কোর। 

চার্লস ও কাইল মেয়ার্স মিলে তুলোধুনোই করেছেন প্রোটিয়া বোলারদের। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে করেন ১৩৫ রানের জুটি। চার্লস একাই ১০ চারের পাশাপাশি ছয় হাঁকিয়েছেন ১১ টি। আর মেয়ার্স ৪ টি। উইন্ডিজ মোট ছয় মেরেছে ২২ টি। যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের রেকর্ডটি দেরাদুনের সেই আফগান-আইরিশ ম্যাচের। ওই ম্যাচেও ছয় হয়েছে ২২ টি। এক ইনিংসে এর আগে ২১টি ছক্কা ছিল ক্যারিবিয়ানদের সর্বোচ্চ। 

 ২৫৬.৫২ স্ট্রাইক রেটে ব্যাট করে সেঞ্চুরি করা চার্লস ভেঙে দিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ডও। প্রোটিয়াদের বিপক্ষে তাঁর সেঞ্চুরিটি এসেছে মাত্র ৩৫ বলে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ দ্রুততম আর উইন্ডিজের হয়ে সবচেয়ে কম বলে। আগের রেকর্ডটি ছিল গেইলের। ২০১৬ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে