হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মোটরসাইকেল দিয়ে ধাক্কা, ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীমোড় ও গুমটিঘর এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বিকাশকর্মী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ ১৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে সোনাহাটের দিকে যাচ্ছিলেন। পথে আরেকটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান। তখন বিকাশের ওই দুই কর্মী গুরুতর আহত হন। 

শুভ কুমার রায় ও বিদ‍্যুৎ চন্দ্র বর্মণ বলেন, ‘লক্ষ্মীমোড় ও গুমটিঘরের মাঝামাঝি পৌঁছলে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে আমরা রাস্তায় পড়ে যাই। আমাদের ব্যাগে বিকাশের ১৫ লাখ টাকা ছিল। ওই সময় ধাক্কা দেওয়া মোটরসাইকেলের তিনজন আরোহীর দুজন নেমে এসে টাকার ব‍্যাগ নিয়ে পালিয়ে যায়।’ 

বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাদাত মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইয়ের খবর শোনা মাত্রই ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হয়।’ 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ