হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামী কারাগারে থাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে স্বামী কারাগারে থাকার সুযোগে গৃহবধূকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জসিম (৪২)। তিনি চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার জুলদা গ্রামের মো. সেলিমের ছেলে।

র‍্যাব-৭ –এর মুখপাত্র মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, অভিযানে জসিমের মোবাইল ডিভাইসে ভুক্তভোগী নারীর ব্যক্তিগত মুহূর্তের সাতটি ছবি পাওয়া গেছে। এসব ছবি ছড়ানোর ভয় দেখিয়ে ওই নারীকে তিনি একাধিকবার ধর্ষণ করেছেন বলে র‍্যাবের কাছে স্বীকার করেছেন।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ‘ভুক্তভোগী নারী পতেঙ্গায় তাঁর স্বামীর সঙ্গে থাকতেন। গত বছর একটি মামলায় তাঁর স্বামী জেলে যান। স্বামী কারাগারে থাকাকালে জসিম ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে জসিম তাঁকে প্রেমের প্রস্তাব দেন। তাতে সাড়া না দেওয়ায় ভুক্তভোগী ওই নারীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।’

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘পরে ৭ মার্চ স্বামী কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাঁকে বিষয়টি খুলে বলেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনায় পর র‍্যাবের কাছে অভিযোগ জানান ভুক্তভোগীর স্বামী। পরে বিষয়টি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে নজরদারির একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ