হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডকে ধবলধোলাই করে বাংলাদেশের আরেকটি ‘প্রথম’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল ইংল্যান্ডকে ধবলধোলাই করার। সুযোগটা কী দুর্দান্তভাবেই না কাজে লাগাল বাংলাদেশ। ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গড়ল অনন্য কীর্তি। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর আগে ধবলধোলাই করতে পেরেছে তিনটি। এর মধ্যে মাত্র একটিই ছিল ৩ ম্যাচের সিরিজ। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। তবে র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ের ওপরে থাকা শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জেতার অভিজ্ঞতা আগেও ছিল বাংলাদেশের।  ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি জিতলেও তাদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে হেরেছিলেন রিয়াদরা। আর কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।

তবে এবার ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে শক্তিশালী কোনো দলকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার আফসোস দূর করলেন সাকিবরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের যত ধবলধোলাই
সাল          প্রতিপক্ষ             স্বাগতিক                       ফল
২০১২        আয়ারল্যান্ড        আয়ারল্যান্ড                   ৩-০
২০২০        জিম্বাবুয়ে            বাংলাদেশ                     ২-০
২০২২        আরব আমিরাত    আরব আমিরাত               ২-০
২০২৩        ইংল্যান্ড             বাংলাদেশ                     ৩–০

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী