হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিক প্রকৌশলীকে মারধর, কালো তালিকায় ১০ প্রতিষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আড়াই হাজার কোটি টাকার উন্নয়নকাজের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনায় ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের মালিকদের ঘটনার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। 

আদেশে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও মালিকেরা হলেন-মেসার্স মাহমুদা বিল্ডার্স ও এস জে ট্রেডার্সের মালিক সাহাব উদ্দিন (৪৫), মেসার্স বাংলাদেশ ট্রেডার্সের মালিক সঞ্জয় ভৌমিক কংকন (৪৬), মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস (৪৮), মেসার্স জয় ট্রেডার্সের সুভাষ মজুমদার (৪৬), মেসার্স খান করপোরেশনের মো. হাবিব উল্ল্যাহ খান (৪৮), নাজিম অ্যান্ড ব্রাদার্সের মো. নাজিম উদ্দিন (৪৬), মেসার্স রাকিব এন্টারপ্রাইজের মো. নাজমুল হোসেন, (৫০), ইফতেখার অ্যান্ড ট্রেডার্সের মো. ইউসুফ (৫০), মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ ও মেসার্স দীপা এন্টারপ্রাইজের মালিক আশিষ কুমার দে ও হ্যাপী দে। 

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চসিকের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনায় ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। তাই পিপিএ এর ৬৪ (৫) এবং পিপিআর বিধি ১২৭ (১), ক ও ১২৭ (২) ঘ মতে প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। 

গত ২৯ জানুয়ারি বেলা ৩টার দিকে চসিকের আড়াই হাজার কোটি টাকার উন্নয়নকাজের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে মারধর ও তাঁর অফিস কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে নগরের খুলশী থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫-১০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় এই পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি