হোম > নারী

নন্দিতার অনুপ্রেরণা দাদু

কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা

সঠিক উপকরণ, নির্দিষ্ট পরিমাণ আর প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি পণ্য মানুষের শরীর কিংবা ত্বকের জন্য বিশেষ উপকারী। তবে কৃত্রিম উপাদানে তৈরি পণ্য যেভাবে বাজার দখল করে আছে, তাতে প্রাকৃতিক কিংবা আয়ুর্বেদিক প্রসাধনীগুলো হালে পানি পাচ্ছে না খুব একটা। এই অবস্থায় একজন উদ্যোক্তা যখন আয়ুর্বেদিক পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী হন, তখন অনেকের কাছে তা দুঃসাহসী প্রচেষ্টা মনে হতে পারে।

২০১৭ সালে এমনই একটি পদক্ষেপ নিয়েছিলেন নন্দিতা শারমিন। যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। এরপর একটি ব্যাংকে কাজ শুরু করেন। প্রথম সন্তান জন্মের পর কাজে একটু বিরতি নেন। সে সময় সিদ্ধান্ত নেন, ব্যবসা করবেন। ব্যবসার পণ্য হবে সম্পূর্ণ আয়ুর্বেদিক সৌন্দর্য প্রসাধনী। আয়ুর্বেদ কেন–এ প্রশ্নের উত্তরে নন্দিতা জানালেন তাঁর দাদুর গল্প।

নরসিংদীর একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন নন্দিতার দাদু লালমোহন বাউল। পরবর্তী সময়ে দাদুর তৈরি অনেক টোটকা বাবাকেও ব্যবহার করতে দেখেন তিনি। ফলে বলা যায়, আয়ুর্বেদ ও ভেষজ নন্দিতার রক্তে। সে বিষয়ে তাঁর প্রেরণা হয়ে আছেন দাদু লালমোহন বাউল। তাই শিকড়কে অনুসরণ করে ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেন নন্দিতা।

ব্যাংকের চাকরি ছেড়ে শিকড়ের টানে এক দিনেই ব্যবসায় নামেননি নন্দিতা শারমিন। পুষ্টি বিষয়ে উচ্চতর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের দ্য স্কুল অব ন্যাচারাল হেলথ সায়েন্সেস থেকে হারবাল বিষয়ে ডিপ্লোমা করেন তিনি। তারপরে মাঠে নামেন কাজ করতে। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘আমলকি’। সেখানে প্রথমে তিনি গবেষণামূলক কাজ শুরু করেন। বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন স্কিন ফর্মুলেশন সংগ্রহ করে সেগুলো নিয়ে গবেষণা চালান। সেখান থেকে জেনেছেন ব্যবহারকারীদের ত্বকের টোন, জীবনধারা, বাজার এবং আবহাওয়া অনুসারে সেরা পণ্যটি বের করার পদ্ধতি সম্পর্কে। এরপর মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে চারজন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে নন্দিতার প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মী ১০০ জন।

আমলকি থেকে প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এমন কিছু ভেষজ পণ্য তৈরি হয়, যা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এমনকি কৃত্রিম সুগন্ধি থেকেও মুক্ত। নন্দিতা জানিয়েছেন, গ্রাহকের ত্বকের কথা বিবেচনা করে পণ্য তৈরির চেষ্টা করে তাঁর প্রতিষ্ঠান। কারণ, ত্বকের ধরন অনুসারে পণ্য ব্যবহার করলে ত্বক ভালো থাকে। আমলকির পণ্যগুলোর দাম ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

দক্ষতাবলেই এই ক্ষেত্রটিতে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চান নন্দিতা। প্রাথমিকভাবে আমলকি তার নিজস্ব অনলাইন স্টোর দিয়ে যাত্রা শুরু করে। তবে এখন অনেক ই-কমার্স সাইট, সুপারশপ ও বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানটির পণ্য পাওয়া যায়। আবার শুধু স্পা সেন্টার ও পারলারে ব্যবহার করার জন্য কিছু পণ্য বাজারে এনেছে আমলকি। এর পণ্য বিক্রির অর্থের একটা অংশ দিয়ে নন্দিতা শারমিন ‘স্পিকস’ নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন।

রোকেয়াকে ‘মুরতাদ’ বলা রাবি শিক্ষকের অপসারণ চায় মহিলা পরিষদ

ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার

মোবাইল ফোনের ক্যামেরায় জীবনের গল্প

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

মোটরবাইকপ্রেমী নারীদের যাত্রা

কবি বাবার উদ্ভাবক কন্যা

জুলাই অভ্যুত্থানে বেগম রোকেয়া ছিলেন প্রেরণা হয়ে: নাহিদ ইসলাম

যৌনকর্মীদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিতের দাবি সংহতির

দিলরুবা হক মিলি: বনরক্ষী এক নারীর গল্প

অতীতের আলো, বর্তমানের অন্ধকার