শখ ছিল, বিশাল একটা পরিবারের। ছেলেমেয়ে-নাতিপুতি নিয়ে ভরপুর সংসার থাকবে তাঁর। একটু দেরিতে হলেও সেই ইচ্ছা পূর্ণ হলো যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাসিন্দা মার্গারিট কোলারের। চতুর্থ প্রজন্মের শততম সদস্যকে অভ্যর্থনা জানালেন ৯৯ বছর বয়সী মার্গারিট।
১১ সন্তানের জননী মার্গারিটের জন্ম ১৯২২ সালে। আর কয়েক মাসের মধ্যে শততম জন্মদিন উদ্যাপন করবেন তিনি। ছেলেমেয়ে, নাতি-নাতনি ও তাঁদের সন্তান নিয়ে উদ্যাপনের পরিকল্পনা তাঁর। এ মাসের শুরুতে পরিবারের সদস্যদের দীর্ঘ তালিকাতে শততম সংযোজন কোলার উইলিয়াম বলস্টার। নাতনির সন্তান এই সদ্যোজাতের নামের সঙ্গে মার্গারিট কোলারের নাম যুক্ত করা হয়েছে। রয়েছে তাঁর প্রয়াত স্বামী উইলিয়ামের নামও।
মার্কিন সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে মার্গারিট কোলার বলেন, ‘আমি সব সময়ই বড় পরিবার চেয়েছিলাম। আমি মনে করি, একমাত্র সন্তান হওয়া কঠিন—এটা বড় একাকিত্বের জীবন।’ মার্গারিটের ১১ জন সন্তান, ৫৬ জন নাতি-নাতনি। এর পর তার পরবর্তী প্রজন্ম। সব মিলিয়ে ‘সেঞ্চুরি পরিবার’।
এত বড় পরিবার যে এক টেবিলে বসার জায়গা হয় না। কিন্তু যেকোনো উৎসবে সকলে মিলে জমিয়ে আনন্দ করেন, এমনটা জানান ক্রিস্টিন বলস্টার। সম্পর্কে কোলারের নাতনি তিনি এবং পরিবারের শততম সদস্যের মা।
পরিবারের ১০০ তম সদস্য কে হবে, এই নিয়ে ক্রিস্টিনের সঙ্গে তাঁরই কাজিন কলিনের মজার প্রতিযোগিতা চলছিল। দুজনেই একসঙ্গে সন্তানসম্ভবা হন। তবে প্রসবের সম্ভাব্য তারিখের আগেই জন্মায় কলিনের সন্তান, অর্থাৎ সে পরিবারের ৯৯ তম সদস্য। আর এর কয়েক দিন পরে জন্ম নেওয়া কোলার উইলিয়াম বলস্টার হয় ১০০ তম সদস্য। দুই শিশুই সুস্থ আছে। আর মার্গারিট কোলার ও তাঁর পরিবারের বাকি সদস্যদের উদ্যাপন তো চলছেই।