হোম > ল–র–ব–য–হ

মেয়েকে নিয়ে ভ্রমণের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন জাকারবার্গ

মেটার প্রধান মার্ক জাকারবার্গ পুরোদস্তুর প্রযুক্তিবিদই নন, একজন আদর্শ বাবাও। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তিন সন্তানসহ ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখতে যান পৃথিবীর সবচেয়ে বড় বৃক্ষ সেকোইয়া। উচ্চতায় গাছগুলো ২৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত লম্বা হয়।

ইনস্টাগ্রামে এ ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘সপ্তাহান্তে বিশাল সিকোইয়া বৃক্ষ দেখার জন্য বাবা-মেয়ের ভ্রমণ। দুই হাজার বছরের পুরোনো বেশ চমৎকার গাছ।’

প্রথম ছবিতে দেখা যায় জাকারবার্গ ও তাঁর মেয়ে ক্যামেরা থেকে দূরে বিশাল সিকোইয়ার দিকে চেয়ে রয়েছেন। দ্বিতীয় ছবিতে ধরা পড়ে তাঁদের হাসিমুখে আরেকটি সিকোইয়ার সামনে দাঁড়িয়ে থাকার সুন্দর মুহূর্ত।

শেয়ার করার পর থেকে ছবিটিতে লাখখানেক লাইক ও কয়েক শ মন্তব্য পড়ে।

ব্যবহারকারীরাও এ ছবিগুলো নিয়ে বেশ সাড়া দিচ্ছেন। এক ব্যবহারকারী বলেছেন, ‘গাছগুলো চমৎকার। আপনাদের সুন্দর সময় কাটানো দেখে আমি আনন্দিত।’

আরেক ব্যবহারকারী বলেন, ‘এ শিকড়গুলো দেখো!’

চলতি বছরের মার্চে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাঁর স্ত্রী ড. প্রিসিলা চ্যানের তৃতীয় সন্তানের জন্ম হয়। জাকারবার্গ তাঁদের তৃতীয় মেয়ে অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেন।

নবাগত সন্তানসহ হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে জাকারবার্গ বলেন, ‘পৃথিবীতে স্বাগত অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য ছোট একটি আশীর্বাদ।’ দ্বিতীয় ছবিতে দেখা যায় প্রিসিলা তাঁদের মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন।

এ জুটি ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন। তাঁদের ৭ বছর বয়সী ম্যাক্স ও ৫ বছর বয়সী আগস্ট নামের দুটি মেয়ে আছে।

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’