হোম > ল–র–ব–য–হ

১২১ বছর পর রাজা এডওয়ার্ডের রাজ্যাভিষেকের চকলেট নিলামে

যুক্তরাজ্যে ১৯০২ সালে রাজা এডওয়ার্ড সপ্তম এবং রানি আলেকজান্দ্রার রাজ্যাভিষেক উদ্‌যাপনের জন্য ক্যাডবেরি চকলেট তৈরি করা হয়েছিল। এসব চকলেট স্কুলে বিতরণ করা হয়। পেয়েছিল মেরি অ্যান ব্ল্যাকমোর নামের ৯ বছর বয়সী এক মেয়েও। কিন্তু মেয়েটি সেগুলো খাওয়ার পরিবর্তে রাজ্যাভিষেক অনুষ্ঠানের স্মারক হিসেবে যত্নে রেখে দিয়েছিল। 

১২১ বছর পর পুরোনো এসব ক্যাডবেরি চকলেটের টিন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যর স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ভ্যানিলা চকলেটগুলো পারিবারিকভাবে পান ব্ল্যাকমোরের নাতনি জিন থম্পসন (৭২)। তিনি চকলেটের টিনটি ডার্বির হ্যানসনের নিলামকারীদের কাছে নিয়েছেন।

হ্যানসন নিলামের মরভেন ফার্লি বলেছেন, সেই সময়ে এটি সত্যিকারের আপ্যায়ন ছিল, শিশুরা কখনোই চকলেট পেত না। এটি স্পষ্টতই এই ছোট্ট মেয়েটির জন্য এমন একটি বিশেষ উপহার ছিল। সে ভেবেছিল যে সে এটি স্পর্শও করতে পারবে না।

চকলেটগুলো হ্যানসনে নিলামে তোলা হবে। এর দাম কমপক্ষে ১০ হাজার থেকে ২১ হাজার টাকা (১০০ থেকে ১৫০ পাউন্ড) হবে বলে আশা করা হচ্ছে।

মিসেস ফার্লি বলেছেন, দাম আরও বেশি উঠতে পারে। কখনো কখনো আপনি কিছু দরদাতা পাবেন, যারা ইতিহাসের টুকরো চান। এমন সময় দাম আকাশচুম্বী হতে পারে। এটা নির্ভর করে রাজকীয় স্মৃতিচিহ্ন সংগ্রহকারীর মান এবং ক্রেতার আগ্রহের ওপর।

১২১ বছর বয়সী চকলেটগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তবু এত দামে বিক্রির প্রসঙ্গে মিসেস ফার্লি বলেন, ‘কেউ এটা খাবে না। আপনি যদি টিনটি খোলেন, তাতে চকলেটের গন্ধ আসে। তবে আমি সেই ঝুঁকি নিতে চাই না।’

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া