হোম > জীবনধারা > গ্যাজেট

কম দামে ৬৪ মেগাপিক্সেলের আকর্ষণীয় ক্যামেরাসহ পিক্সেল ৮এ ফোন নিয়ে এল গুগল 

পূর্বঘোষণা ছাড়াই পিক্সেল ৮এ ফোনটি আকস্মিকভাবে উন্মোচন করেছে গুগল। পিক্সেল ৮ সিরিজের মধ্যে এ মডেলই সবচেয়ে সাশ্রয়ী। ফোনটির প্রধান ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর ও প্রসেসর হিসেবে গুগলের টেনসর জি৩ ব্যবহার করা হয়েছে। 

ফোনটির বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে অন্যান্য পিক্সেল ফোনের মতো এই মডেলের সঙ্গেও চার্জার থাকবে না। আলাদাভাবে চার্জার কিনতে হবে। 

৭ মে ফোনটি উন্মোচন করে গুগল। ১৪ মে থেকে ফোনটি খুচরা বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে পিক্সেল ৮এ ফোনটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তাইওয়ানসহ কয়েকটি দেশে পাওয়া যাবে। 

পিক্সেল ৮এ-এর দাম ও রং
পিক্সেল ৮এ-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৪৯৯ ডলার। আর ফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৫৫৯ ডলার। 

অবসিডিয়ান (কালো), পোর্সেলিন (হলদে সাদা), বে (হালকা নীল) ও অ্যালো (কিছুটা নিয়ন সবুজের মতো)–এই চার রঙে ফোনটি পাওয়া যাবে। তবে ২৫৬ জিবি ইন্টারন্যাল সংস্করণের ফোনটি শুধু অবসিডিয়ান রঙে পাওয়া যাবে। 

স্পেসিফিকেশন: 
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি 
আয়তন: ১৫২.৪ x ৭৩.৭ x ১০.১ এমএম
ওজন: ১৯২.৮ গ্রাম 
সিম: ন্যানো ও ইসিম 
ডিসপ্লে: ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড
রেজল্যুশন: ২৪০০ x ১০৮০ 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ 
ব্রাইটনেস: ২০০০ নিটস 
আইপি রেটিং: আইপি ৬৭ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক পিক্সেল ইউআই 
চিপসেট: টেনসর জি৩ প্রসেসর
মেমোরি: ৮ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি 
স্পিকার: স্টেরিও স্পিকার 
ব্লুটুথ: ৫ দশমিক ৩ 
এনএফসি: আছে 
ইউএসবি: সি 
ব্যাটারি: ৪ হাজার ৪৯২ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

ঘরোয়া প্রযুক্তির আলোচিত ৮ গ্যাজেট

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার