হোম > জীবনধারা > গ্যাজেট

১২ মিনিটে ফুল চার্জ হবে এই স্মার্টফোন!

প্রযুক্তি ডেস্ক

মাত্র ১২ মিনিটে ফুল চার্জ হওয়ার সুবিধা নিয়ে বাজারে নতুন ফোন এনেছে হংকং ভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। 

প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের সূত্রে জানা যায়, ‘ইনফিনিক্স জিরো আলট্রা’ ফোনটি ১৮০ ওয়াটের চার্জার সমর্থন করবে। ফোনটির ব্যাটারি ক্ষমতা ৪ হাজার ৫০০ এমএএইচ। গত ২৫ অক্টোবর অফিশিয়ালি ফোনটি বাজারে ছাড়া হয়। 

ইনফিনিক্স চলতি বছরের শুরুতে ১৮০ ওয়াটের ‘থান্ডার চার্জ’ সিস্টেমের কথা জানায়। সঙ্গে এটিও জানায় যে, ইনফিনিক্সের আসন্ন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই সুবিধা থাকবে। বলা হয়, ফোনটির প্রথম ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৪ মিনিটে! 

 ১৮০ ওয়াটে চার্জ করার জন্য স্মার্টফোনটিতে থাকবে দুটি ৮সি প্রযুক্তির ব্যাটারি। প্রত্যেকটি ব্যাটারি ৯০ ওয়াট ক্ষমতায় চার্জ হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনফিনিক্স ফোনটিতে উন্নতমানের ব্যাটারি ব্যবহারের পাশাপাশি ব্যাটারিগুলোতে ব্যবহার করা হয়েছে কয়েকটি সুরক্ষা স্তর। 

ইউএসবি সি পোর্ট, চার্জিং চিপস, ব্যাটারিসহ ফোনটির অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় মোট ২০টি সেন্সর থাকবে। সেন্সরগুলো মূলত ফোনটির তাপমাত্রা পর্যবেক্ষণ করবে। পুরো সিস্টেমটির লক্ষ্য হচ্ছে—ফোনের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। 

 ১৮০ ওয়াট ক্ষমতায় চার্জিং সুবিধার পাশাপাশি ইনফিনিক্স জিরো আলট্রা ফোনটিতে আছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপে ২০০,১৩ ও ২ মেগাপিক্সেলের পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা সেন্সর ৩২ মেগাপিক্সেল। 

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার