সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং টুল ক্রাউডট্যাঙ্গলে নতুন ব্যবহারকারীদের যুক্ত করা বন্ধ রেখেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। প্রতিষ্ঠানটিতে কর্মী স্বল্পতার কারণেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তার প্ল্যাটফর্ম গুলোতে আরও স্বচ্ছতা বাড়ানোর জন্য বেশ চাপের মধ্যে রয়েছে। এরই মধ্যে গত বছর প্রতিষ্ঠানটি ক্রাউডট্যাঙ্গল নিয়ে কাজ করা দল ভেঙে দিয়েছে। ক্রাউডট্যাঙ্গলের প্রতিষ্ঠাতা ও সিইও ব্র্যান্ডন সিলভারম্যান গত বছরই ফেসবুক ছেড়েছেন।
ক্রাউডট্যাঙ্গল টুল দিয়ে কোন ব্যক্তি বা সংস্থা ফেসবুক, ইনস্টাগ্রাম ও রেডিটে পাবলিশ হওয়া বিভিন্ন পাবলিক কনটেন্ট নিয়ে বিশ্লেষণ করে থাকে।
মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, ক্রাউডট্যাঙ্গলকে নতুন একটি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা মূলত ডেটা এবং স্বচ্ছতা নিয়ে কাজ করে থাকে। তিনি আরও জানান, কর্মী সল্পতার কারনেই আমরা নতুন ব্যবহারকারীদের ক্রাউডট্যাঙ্গলে যুক্ত করা বন্ধ করে দিয়েছি।
তবে নতুন ব্যবহারকারীরা এখনও ট্র্যাকিং টুলে বিদ্যমান কোম্পানির অ্যাকাউন্টগুলোতে যোগদান করতে পারে বলে জানান তিনি।