হোম > প্রযুক্তি

আইফোন ১৭ সিরিজের উন্মোচন অনুষ্ঠান আজ, সরাসরি দেখবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

কোম্পানিটি এবার তাদের পণ্যে কিছু চমকে দেওয়ার মতো পরিবর্তন আনছে। ছবি: অ্যাপল

অ্যাপলের বছরের সবচেয়ে বড় হার্ডওয়্যার উদ্বোধনী ইভেন্ট আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘অ ড্রপিং’ নামে এই ইভেন্টে দীর্ঘদিনের গুজব ও ফাঁস হওয়া তথ্যের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এই ইভেন্টে উন্মোচিত হতে পারে অ্যাপলের পরবর্তী প্রজন্মে আইফোন ১৭ সিরিজ। তবে শুধু আইফোনই নয়, অ্যাপলের আরও কয়েকটি নতুন পণ্যও আসতে পারে আজকের ইভেন্টে।

কখন এবং কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিম

আইফোন ১৭ উন্মোচন অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশি সময় রাত ১১টায়। আগের আইফোন উন্মোচন ইভেন্টগুলোর ধারাবাহিকতায়, এবারের আয়োজনও অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে।

এই ইভেন্ট সরাসরি দেখা যাবে অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেল ও অ্যাপল টিভি অ্যাপে।

এই ইভেন্টে যেসব ঘোষণা আসতে পারে

অ্যাপলের ইভেন্টির ‘অ ড্রপিং’ নামটি থেকে বোঝা যায়, কোম্পানিটি এবার তাদের পণ্যে কিছু চমকে দেওয়ার মতো পরিবর্তন আনছে। অ্যাপল আজ উন্মোচন করতে পারে চারটি নতুন আইফোন ১৭ মডেল। এগুলো হচ্ছে—আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন ১৭ এয়ার। গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিতে পারে নতুন ও হালকা-পাতলা গড়নের আইফোন ১৭ এয়ার মডেলটি। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন হতে পারে বলে শোনা যাচ্ছে।

আইফোনের পাশাপাশি অ্যাপল আজ তিনটি নতুন স্মার্টওয়াচ উন্মোচন করতে পারে। এগুলো হলো—অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩, অ্যাপল ওয়াচ এসই ৩।

উন্মোচনের তালিকায় আরও থাকতে পারে নতুন এয়ারপডসপ্রো (তৃতীয় প্রজন্মের) ট্রু ওয়্যারলেস হেডসেট। এ ছাড়া ইভেন্টের শেষ দিকে অ্যাপল ঘোষণা দিতে পারে আইওএস ২৬, আইপ্যাড ওএস ২৬ এবং অন্যান্য অপারেটিং সিস্টেম আপডেটের সময় সম্পর্কে।

তথ্যসূত্র: অ্যাপল ও ৩৬০ গ্যাজেটস

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব