দীর্ঘ ২৭ বছরের পথচলার ইতি টানল ইন্টারনেট ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’। আজ থেকে ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য ১৯৯৫ সালে প্রথমবারের মতো অ্যাপটি চালু করা হয়েছিল।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় বুধবার (১৫ জুন) থেকে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ অ্যাপটি অকার্যকর হয়ে যাবে। কেউ ইন্টারনেট এক্সপ্লোরারে প্রবেশ করতে চাইলে তাঁকে ‘এজ’ নামে মাইক্রোসফটের নতুন ব্রাউজারে নিয়ে যাওয়া হবে। ‘এজ’ ইন্টারনেট এক্সপ্লোরারের থেকে দ্রুত, বেশি নিরাপদ ও আরও আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা দিতে সক্ষম বলে দাবি মাইক্রোসফটের।
গুগল, ফেসবুক ও টিকটকের যুগের বহু আগে সবার জন্য ইন্টারনেটের দরজা খুলে দিয়েছিল ইন্টারনেট এক্সপ্লোরার। একটি প্রজন্মের প্রায় সবার ইন্টারনেট ব্যবহারের শুরুটা হয়েছে এই ব্রাউজারের মাধ্যমে।
বিশ্লেষকদের মতে, মাইক্রোসফটের প্রাথমিক সাফল্যে ইন্টারনেট এক্সপ্লোরারের অনেক অবদান। যদিও শুরু থেকেই ব্রাউজারটি বেশ ধীরগতির ছিল। ফলে মোজিলা ফায়ারফক্স এবং পরবর্তী সময়ে গুগল ক্রোম আসার পর এক্সপ্লোরার ব্যবহার বাদ দিয়ে সেসব ব্রাউজার ব্যবহার শুরু করে সবাই। অথচ একটা সময় কেবল এই একক ব্রাউজারের ওপর নির্ভরশীল ছিল নেট দুনিয়া।