হোম > প্রযুক্তি

গত বছর ৩৪ কোটির বেশি স্মার্টফোন সরবরাহ করেছে চীন

প্রযুক্তি ডেস্ক

গত বছর দেশের গ্রাহকদের কাছে ৩৪ কোটি ২৮ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে চীন, যা এর আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আজ মঙ্গলবার চীনের সরকারি এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এতে কোভিড মহামারির শুরুর দিকে এই খাতে হওয়া ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে এ খাতে সংকোচন হয়েছিল। ২০২০ সালে ৩৭ কোটি ২০ লাখ স্মার্টফোনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৯ কোটি ৬০ লাখ স্মার্টফোন সরবরাহ হয় ওই বছর।

গত মাসে অভ্যন্তরীণ ভাবে ৩ কোটি ২৭ লাখ স্মার্টফোন সরবরাহ করে চীন, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৬ শতাংশ বেশি। 

রয়টার্স জানায়, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের খরা অনেক দিন ধরেই চলছে। এটি প্রযুক্তি খাতকে বেশ ভোগাচ্ছে। এর ফলে ২০২১ সালে মোবাইল ব্র্যান্ড এবং অন্যান্য হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। চিপ ঘাটতির বলয় থেকে চীন নিজেও বের হতে পারেনি। তাই সাম্প্রতিক সময়ে বেশ ধীর গতিতে উৎপাদনকাজ এগিয়ে নিতে হয়েছে ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোকে। এ কারণেই গ্রাহকদের কাছে আপগ্রেড মোবাইল হ্যান্ডসেট পৌঁছাতে বেশ দেরি হচ্ছে দেশটির।

চীনের অভ্যন্তরীণ বাজারে একমাত্র বিদেশি ব্র্যান্ড হিসেবে ২০২১ সালে বেশ দাপট দেখিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত বছরের তৃতীয় প্রান্তিকে এ অঞ্চল থেকে এর আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। এর পুরোটাই এসেছে তাইওয়ান, হংকং ও চীনের বাজার থেকে।

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক