হোম > প্রযুক্তি

গত বছর ৩৪ কোটির বেশি স্মার্টফোন সরবরাহ করেছে চীন

প্রযুক্তি ডেস্ক

গত বছর দেশের গ্রাহকদের কাছে ৩৪ কোটি ২৮ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে চীন, যা এর আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আজ মঙ্গলবার চীনের সরকারি এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এতে কোভিড মহামারির শুরুর দিকে এই খাতে হওয়া ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে এ খাতে সংকোচন হয়েছিল। ২০২০ সালে ৩৭ কোটি ২০ লাখ স্মার্টফোনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৯ কোটি ৬০ লাখ স্মার্টফোন সরবরাহ হয় ওই বছর।

গত মাসে অভ্যন্তরীণ ভাবে ৩ কোটি ২৭ লাখ স্মার্টফোন সরবরাহ করে চীন, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৬ শতাংশ বেশি। 

রয়টার্স জানায়, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের খরা অনেক দিন ধরেই চলছে। এটি প্রযুক্তি খাতকে বেশ ভোগাচ্ছে। এর ফলে ২০২১ সালে মোবাইল ব্র্যান্ড এবং অন্যান্য হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। চিপ ঘাটতির বলয় থেকে চীন নিজেও বের হতে পারেনি। তাই সাম্প্রতিক সময়ে বেশ ধীর গতিতে উৎপাদনকাজ এগিয়ে নিতে হয়েছে ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোকে। এ কারণেই গ্রাহকদের কাছে আপগ্রেড মোবাইল হ্যান্ডসেট পৌঁছাতে বেশ দেরি হচ্ছে দেশটির।

চীনের অভ্যন্তরীণ বাজারে একমাত্র বিদেশি ব্র্যান্ড হিসেবে ২০২১ সালে বেশ দাপট দেখিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত বছরের তৃতীয় প্রান্তিকে এ অঞ্চল থেকে এর আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। এর পুরোটাই এসেছে তাইওয়ান, হংকং ও চীনের বাজার থেকে।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট