হোম > প্রযুক্তি

রোববার ৫জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫জি চালু হতে যাচ্ছে। আগামীকাল রোববার থেকে এই সেবা চালু করছে সরকারি মোবাইল অপারেটর টেলিটক। আজ শনিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ঢাকার চার এলাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় এই প্রযুক্তি চালু হবে। পরে ঢাকার ২০০ গুরুত্বপূর্ণ এলাকায় চালু হবে ৫জি। বেসরকারি মোবাইল অপারেটররা আগামী বছরের মার্চে এই প্রযুক্তি চালু করবে বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে মোস্তফা জব্বার বলেন, 'আজ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামীকাল রোববার (১২ ডিসেম্বর) পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে বাংলাদেশ ৫-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা ভার্চুয়ালি উপস্থিত থেকে এই ঐতিহাসিক যাত্রার শুভ উদ্বোধন করবেন।' 

৫জি উদ্বোধনের মাহেন্দ্রক্ষণটি ডিজিটাল প্রযুক্তি বিকাশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০০৮ সালের ১২ ডিসেম্বর শেখ হাসিনা ঘোষিত দূরদৃষ্টি কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ ৫জি যুগে প্রবেশ করছে।' 

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে টেলিটক ঢাকা শহরে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়া এলাকায় ৫জি কাভারেজের আওতায় আনবে। পরে টেলিটক ঢাকা শহরের ২০০ গুরুত্বপূর্ণ এলাকায় এই সেবা চালু করবে। জব্বার জানান, আগামী বছরের মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এই প্রযুক্তি চালু করবে। ২০২২ সালের পর টেলিটক ও  বিটিসিএলের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনগুলোতে এই সেবা চালুর প্রস্তুতির কাজ চলছে। 

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট