হোম > প্রযুক্তি

দারুণ গ্রাফিকস নিয়ে আসছে ‘ডায়িং লাইট’

প্রযুক্তি প্রতিবেদক

দারুণ গ্রাফিকস ও দুর্দান্ত গল্পের জন্য ডায়িং লাইট ভিডিও গেমটি বেশ জনপ্রিয় হয়েছে। এবার থ্রিডি ভার্সনেও আসছে গেমটির নতুন পর্ব। 

ডায়িং লাইট ভিডিও গেমটি প্রথম প্রকাশ হয় ২০১৫ সালে। গেমটি বেশ জনপ্রিয়ও হয়। গেমটি লিনাক্স, ম্যাকওস ও মাইক্রোসফট উইন্ডোজের জন্য প্রকাশিত হয়। 

গেমটিতে খেলোয়াড়কে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ডায়িং লাইট গেমটির প্রথম পর্বে মধ্যপ্রাচ্যের একটি শহরে আটকে থাকা মানুষ উদ্ধার ও জম্বিদের ধ্বংস করা নিয়ে খেলতে হয়। আর দ্বিতীয় পর্বে ইউরোপের শহরের পটভূমিতে গেমটির স্টোরিলাইন সাজানো হয়েছে। সব মিলিয়ে দারুণ থ্রিলিং একটি গেম হচ্ছে ‘ডায়িং লাইট’। অসংখ্য জোম্বির আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর যে তৎপরতা, সেটা আসলেই বেশ উত্তেজনাকর। পাশাপাশি রয়েছে নানা রকম অস্ত্র ব্যবহার করে জম্বিদের ধ্বংস করার প্রচেষ্টা। 

সম্প্রতি কয়েকটি ডিজিটাল মাধ্যমে ডায়িং লাইট ২–এর প্রোমো প্রকাশ করা হয়েছে। গেমটির থ্রিডি ভার্সনও আসার কথা রয়েছে। আর ভার্চ্যুয়াল ইমেজ ডিভাইসের সাহায্যেও খেলা যাবে এটি। নতুন গ্রাফিকস নিয়ে বেশ আশাবাদী গেমটির নির্মাতা প্রতিষ্ঠান টেকল্যান্ড। 

একনজরে ডায়িং লাইট ২–এর কিছু তথ্য এখানে তুলে ধরা হলো—

প্ল্যাটফর্ম: প্লেস্টেশন ৪, প্লেস্টেশন ৫, মাইক্রোসফট উইন্ডোজ, এক্সবক্স সিরিজ এক্স/এস, এক্সবক্স ওয়ান।

রিলিজ: ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে এই ভিডিও গেমটির এই নতুন পর্ব।

জেনারেশন: অ্যাকশন অ্যাডভেঞ্চার, অ্যাকশন রোল প্লেয়িং, সারভাইবাল হরর।

মোড: সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার।

পরিচালক: আদ্রিয়ান সিজেওয়াস্কি।

কম্পোজার: অলিভার ডেরিভিয়েরে।

ডিজাইনার: টাইমন স্মিকতালা।

প্রোগ্রামার: বার্তোজ কুলোন।

রাইটার: জেরোল্ড ব্রাউন।

ডেভেলপার ও পাবলিশার: টেকল্যান্ড।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট