হোম > প্রযুক্তি

গ্রামারলিতে চালু হলো নতুন এআই টুল

প্রযুক্তি ডেস্ক

ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিস্ট্যান্ট ‘গ্রামারলি ’ মূলত ব্যবহারকারীদের শুদ্ধ ভাবে লিখতে সহায়তা করে। ব্যবহারকারী কোনো লেখা গ্রামারলিতে ইনপুট দিলে এটি সেই লেখার বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলো পর্যালোচনা করে ব্যবহারকারীকে ফিডব্যাক দেয়। এবার চ্যাটজিটিপির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হতে হয়েছে গ্রামারলিতে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজের মতো কনটেন্ট তৈরি করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই জেনারেটিভ এআই টুলের নাম ‘গ্রামারলি গো’। টুলটি ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। চ্যাটজিপিটির মতো ‘গ্র্যামারলিগো’ একটি সংক্ষিপ্ত প্রম্পটের ওপর ভিত্তি করে একটি আস্ত লেখা তৈরি করতে পারবে। এআই টুলটি লেখার শৈলী এবং ধরন বুঝে যে কোনো কনটেন্ট পুনরায় লিখতে সক্ষম হবে। এ ছাড়া, কনটেন্টের শব্দ হ্রাস বা বৃদ্ধি করতেও সক্ষম হবে এটি। আপাতত নতুন এই টুল বেটা সংস্করণে চালু হয়েছে।

এদিকে সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহারে বিধিনিষেধ আরোপের দাবিতে একজোট হয়েছেন হলিউডের টিভি ও সিনেমার লেখকদের সংগঠন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’।

বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছে হলিউডের স্টুডিওগুলো। তার ওপর স্ট্রিমিং সার্ভিসগুলোকে লাভজনক করার জন্য লড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আপস করতে নারাজ তারা। লেখকদের দাবিকে নাকচ করে স্টুডিওগুলো বলছে, নতুন প্রযুক্তির বিষয়ে তারা বছরে একবারই পর্যালোচনা করবেন।

রয়টার্স বলছে, গত সোমবার ১৫ বছরে প্রথমবারের মতো হলিউডের সিনেমা ও টেলিভিশনের স্ক্রিপ্ট লেখকেরা ধর্মঘট করেন। ১১ হাজারেরও বেশি সিনেমা ও টেলিভিশন লেখক ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কয়েকটা কারণের একটি—   এআইয়ের ব্যবহার। তবে মূল কারণ, কম মজুরি প্রদান করা। তাঁরা জানিয়েছেন, তাঁদের আয়ের সঙ্গে স্ট্রিমিং যুগের আয় সামঞ্জস্যপূর্ণ নয়।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি