যুক্তরাজ্যের ইতিহাসে একদিনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে চলতি দাবদাহ। গত মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় লিংকনশায়ারের কনিংসবিতে।
বিবিসি জানায়, দেশটিতে দাবদাহের প্রভাব পড়েছে গুগল ক্লাউড ও ওরাকলের ওপরেও। সার্ভার শীতল রাখতে না পেরে কোম্পানির ডেটা সেন্টার বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠান দুটি। ডেটা সেন্টার অপ্রত্যাশিতভাবে বন্ধ হওয়ার কারণ হিসেবে বাড়তি তাপমাত্রাকেই দায়ী করছে গুগল-ওরাকল।
একই রকমের তথ্য দিয়েছে ওরাকলও। তীব্র দাবদাহের কারণে ডেটা সেন্টার বন্ধ রাখতে হয়েছিল বলে জানিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। কারিগরি ক্ষয়ক্ষতি প্রতিহত করতে মঙ্গলবার নিজেদের বেশ কয়েকটি সার্ভার বন্ধ করে দিয়েছিল ওরাকল।
যুক্তরাজ্যে তীব্র দাবদাহে কেবল প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেটা সেন্টারই ক্ষতিগ্রস্ত হয়নি, বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাফিক ব্যবস্থা ও রেল যোগাযোগ। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে অনেক জায়গাতেই রেল চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। রাজধানীতে প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা।