হোম > প্রযুক্তি

হারালে প্রিয় ফোন

অলকানন্দা রায়

আজকাল ফোন ব্যবহার করে না এমন কেউ নেই। হররোজ ব্যবহার করতে করতে ফোনের সঙ্গেই গড়ে ওঠে সখ্য। সেই ফোন যদি একদিন হারিয়ে যায় কিংবা হয় চুরি, মন খারাপ তো হয়ই, হয় নানা রকম ক্ষতিও। প্রিয় ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলেও যাতে ফিরে পাওয়া যায় এবং ব্যক্তিগত তথ্য হারিয়ে যাওয়ার ক্ষতির হাত থেকে বাঁচা যায়, তার জন্য আছে কিছু উপায়। ফোন হারালে করনীয়:

আপনার ফোনকল
একটি ফোন হারিয়ে গেলে সেই ফোন খোঁজার সহজ উপায় হলো, অন্য ফোন থেকে নিজ ফোন নম্বরে কল করা। একটি কম্পিউটার থেকে আপনার নম্বর ডায়াল করতে ‘হয়ার মাই সেল ফোন ডটকম’ বা ফ্রি কল ডটকমের মতো বিনা মূল্যের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

নিরাপত্তা 
যাঁরা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা ব্যক্তিগত অনেক ছবি, ডকুমেন্টসহ অন্যান্য যেসব তথ্য জমা রাখেন তা হারিয়ে গেলে সমস্যা অনেক। এ সমস্যা থেকে বাঁচতে গুগল দিয়েছে ‘সিকিউর ডিভাইস’ ফিচার। মোবাইলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলে এই ফিচারের সাহায্যে খুব সহজেই মোবাইল ফোন পুরোপুরি লক করে ফেলা যায়। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকলে এটি কার্যকরী হয়। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত না থাকলে যখনই সংযুক্ত হবে, তখনই ফিচারটি কার্যকর হবে। ফলে মোবাইলটি আর কেউ ব্যবহার করতে পারবে না। এই ফিচারের সাহায্যে সহজেই মোবাইলের লক স্ক্রিনে আপনার তরফ থেকে একটি মেসেজ দিয়ে রাখতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০০টি বর্ণ লিখতে পারবেন। হারানো মোবাইলটি যতবারই কেউ চালু করবে, সে এই মেসেজ দেখবে। একই সঙ্গে আপনার মোবাইল নম্বরও দিয়ে দিতে পারেন।

অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়ার উপায়
একটি হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট খুঁজে পাওয়ার সহজ উপায় হলো ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ব্যবহার করা। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অ্যাপটির ফাইন্ড মাই ডিভাইস অপশনটি হারানো ফোন খুঁজে দেবে।

গুগলের এই সার্ভিসে ফোনে বেশ কয়েকটি অপশন চালু রাখতে হয়। প্রথমে নিজস্ব গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। আপনার একাধিক ফোন থাকলে স্ক্রিনের ওপরের লস্ট ফোন বাটনে ক্লিক করুন। হারিয়ে যাওয়া ফোনে একাধিক ইউজার প্রোফাইল থাকলে মূল প্রোফাইলের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তাহলে হারিয়ে যাওয়া ফোনটিতে একটি নোটিফিকেশন আসবে। যদি ফোনটি গুগলের সঙ্গে যুক্ত থাকে তাহলে গুগল ডট কম অপশনটিতে গিয়ে ফাইন্ড মাই ফোন অপশনে সার্চ করে ফোনটি খুঁজে বের করা বা রিমোটলি ফোনের রিং অন করা যাবে।

সূত্র: বিভিন্ন ওয়েবসাইট

প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব