হোম > প্রযুক্তি

অডিওবার্তার গতি বাড়াবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক

নতুন এক ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। খুব দ্রুত চালু হতে যাওয়া এই ফিচার অডিওবার্তা চালনায় গতি বাড়াবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে অডিওবার্তার গতি দেড় থেকে দুই গুণ পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই ফিচারটি বর্তমানে আইওএস ডিভাইসে পরীক্ষা করা হচ্ছে। খুব শিগগির তা অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা হবে। অডিওবার্তা মূলত একটি ফরোয়ার্ড করা ভয়েস নোট বা অন্য কোনো অডিও ফাইল, যা পাঠানোর সময় প্রেরক রেকর্ড করেননি।

হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিওবিটাইনফো জানিয়েছে, মেটার এই মেসেজিং অ্যাপের নতুন ফিচার শুধু ভয়েস নোট নয়; বরং সব ধরনের অডিওবার্তা চালনায় গতি বাড়াবে। ফিচারটি আইওএস ছাড়াও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও প্রযোজ্য হবে। এই ফিচার এখনো পরীক্ষামূলকভাবে চালু থাকলেও ব্যবহারকারীদের জন্য কবে উন্মুক্ত করা হবে, তা জানায়নি ডব্লিওবিটাইনফো। যদিও তারা উল্লেখ করেছে, এই ফিচারের মাধ্যমে যেকোনো অডিও চালানোয় বাড়তি সুবিধা পাওয়া যাবে।

অন্যদিকে এ সপ্তাহের শুরুতে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত করার দুটি নতুন পদ্ধতি চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই নতুন নিরাপত্তা পদ্ধতির মধ্যে রয়েছে ফ্ল্যাশ কল ও মেসেজ লেভেল রিপোর্টিং। ফ্ল্যাশ কলে একটি স্বয়ংক্রিয় কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন। আর মেসেজ লেভেল রিপোর্টিং দিয়ে ব্যবহারকারীরা তাঁদের অপছন্দের যেকোনো বার্তাকে পতাকা দিয়ে চিহ্নিত করে ওই বার্তা প্রদানকারীর অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।

বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন