হোম > প্রযুক্তি

সার্ভার ডাউনের ৬ ঘণ্টা পর স্বাভাবিক হতে চলেছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

সার্ভার ডাউন হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর স্বাভাবিক হতে চলেছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম। বাংলাদেশ সময় ভোর রাত চার টার দিকে ফেসবুক সার্ভার আংশিক সচল হতে শুরু করেছে। 

বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টা থেকেই এই সমস্যা পাওয়া যায়। ফেসবুক মালিকানাধীন সব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের সার্ভার ডাউন হয়ে যায়। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মের সার্ভারই ডাউন হয়ে যায়। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে কোনো বার্তাও দেওয়া হচ্ছিলো না।

এর আগে, ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্যদানকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ জানিয়েছিল, ফেসবুকের সব প্ল্যাটফর্মেই সমস্যা হয়েছে। সেখানে মন্তব্যের ঘরে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, মালয়েশিয়া, মেক্সিকো, ব্রাজিল এবং অন্যান্য দেশ থেকে ফেসবুকে ঢুকতে না পারার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

ফেসবুক টুইট করে বলেছে, কিছু মানুষ আমাদের অ্যাপস এবং প্রোডাক্টে প্রবেশের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা যতো দ্রুত সম্ভব পুরো সিস্টেম স্বাভাবিক অবস্থায় আনতে চেষ্টা করছি। যে কোনো সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি ডিএনএস সম্পর্কিত কোনো সমস্যা হতে পারে। অথবা ফেসবুকের ডোমেইন নেম সম্পর্কিতও হতে পারে।

ডিএনএসকে ইন্টারনেটে একটি অ্যাড্রেস বুক বা ফোনবুকের সঙ্গে তুলনা করা যেতে পারে। কম্পিটারে ওয়েবব্রাউজারে যে ওয়েবসাইটটি খোঁজা হচ্ছে সেটি নির্দেশ করে দেয় ডিএনএস।

অর্থাৎ ডিএনএস সার্ভারে রেকর্ডগুলো পরীক্ষা করে এবং এরপরে কম্পিউটারকে ওয়েবসাইটটি কোথায় রয়েছে তা বলে দেয়। ডিএনএস বিভিন্ন ধরনের ট্রান্সলেটর হিসেবেও কাজ করে। এটি ডোমেইনের রেকর্ড রাখে এবং এটি সাইটের আইপি ঠিকানার সঙ্গে মেলানো হয়। এরপর ডোমেইনের অবস্থান সনাক্ত করতে কম্পিউটারের ওয়েবব্রাউজারকে সহযোগিতা করে।

চলতি বছর ডিএনএসের সমস্যার কারণে একাধিকবার সারা বিশ্বেই ইন্টারনেটে সমস্যা হয়েছিল। একটি ঘটনায় জানা গিয়েছিল, একজন গ্রাহক তার সিস্টেমের সেটিংয়ে সামান্য পরিবর্তন আনতে গিয়ে বিপুল সংখ্যক ওয়েবসাইটে সমস্যা বাঁধিয়ে ফেলেন।

এ ধরনের সমস্যা অবশ্য বিরল। বিশেষ করে ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এভাবে দীর্ঘ সময় সিস্টেম অকেজো থাকাটা নজিরবিহীন।

১২০ গুণ জুমের মোবাইল আনল অপো

বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ