হোম > প্রযুক্তি

অনলাইনে রেস্টুরেন্ট রিজার্ভেশন ও টিকিট বুকিং করে দেবে মাইক্রোসফটের এআই

আজকের পত্রিকা ডেস্ক­

কোপাইলটের অ্যাকশনস ফিচার ওয়েবের অধিকাংশ ওয়েবসাইটের সঙ্গে কাজ করবে। ছবি: দ্য ভার্জ

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কো-পাইলটে নতুন ‘অ্যাকশনস’ ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে কো-পাইলট এখন রেস্টুরেন্ট রিজার্ভেশন, ইভেন্ট টিকিট বুকিং এবং বন্ধুদের জন্য পণ্য কেনা ও শিপিং করার মতো কাজ করতে পারবে।

সাধারণ চ্যাট প্রম্পট ব্যবহার করে অ্যাকশনস ফিচারটি ব্যবহার করা যাবে, যা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে অনলাইনে অন্য কাজ করতে পারেন।

এই ফিচারের লঞ্চ পার্টনার হিসেবে রয়েছে বুকিং ডট কম, এক্সপিডিয়া, কায়াক, ট্রিপঅ্যাডভাইজর, স্কাইস্ক্যানার, ভিয়াটার, ভিআরবিও ও প্রাইসলাইন—যাদের সেবা কো-পাইলট ব্যবহারকারীদের আসন্ন ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করবে। এ ছাড়া, ‘ওপেন টেবিল’-এর মাধ্যমে খাবারের জন্য রিজার্ভেশন এবং ১-৮০০ ফ্লাওয়ারস ডটকম থেকে ফুল কেনার সুবিধাও থাকবে। ইভেন্ট শেষে ‘বাসায় ফেরার উপায়’ সুপারিশ করে, যা সম্ভবত ট্যাক্সি বা রাইড শেয়ারিং সার্ভিসও সমর্থন করবে।

মাইক্রোসফট দাবি করেছে, কোপাইলটের অ্যাকশনস ফিচার ওয়েবের অধিকাংশ ওয়েবসাইটের সঙ্গে কাজ করবে।

এ ছাড়া, কো-পাইলটের অন্যান্য ব্যক্তিগতকরণ ফিচারগুলোও থাকবে। যেমন: অনলাইন কনটেন্টকে এআই জেনারেটেড পডকাস্টে পরিণত করা, পণ্য কেনা ও ডিল খুঁজে বের করার টুল এবং ক্যামেরা ব্যবহার করে কো-পাইলটকে দেখার ক্ষমতা দেওয়া। তবে অ্যাকশনস ফিচারটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।

এদিকে গত মার্চে ‘নোভা অ্যাক্ট’ এআই এজেন্ট চালু করেছে অ্যামাজন, যা ব্রাউজার থেকে বিভিন্ন অনলাইন কাজ করে দিতে পারবে। যেমন: ওয়েব সার্চ, পণ্য কেনা এবং স্ক্রিনে থাকা তথ্যের উত্তর দিতে পারবে। অন্যদিকে, ওপেনএআইয়ের অপারেটর, গুগলের প্রোজেক্ট মেরিনারে একই ধরনের সুবিধা রয়েছে। এ ছাড়া গত অক্টোবরে অ্যানথ্রোপিকের ক্লড ৩.৫ সনেট এআই মডেলও পরীক্ষামূলক অনলাইন কাজ সম্পাদনের ফিচার যুক্ত করা হয়েছে।

অন্য কোম্পানিগুলোর এই ধরনের সেবা এখনো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে মাইক্রোসফট দাবি করেছে, তাদের কো-পাইলট অ্যাকশনস ফিচারটি আজ থেকেই চালু হয়েছে এবং এটি কয়েক সপ্তাহ ও মাসে আরও বিস্তৃত হবে। এই নতুন ফিচার ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতে এ ধরনের স্বয়ংক্রিয় এআই পার্টনার টুলগুলো আরও কার্যকর ও নির্ভরযোগ্য হবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি